প্রকল্প সমূহ

শিক্ষকদের আর্থিক সুবিধাদি নিষ্পত্তি সহজীকরণে ই-ব্যবস্থাপনা
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদানে ই ব্যবস্থাপনা

ডিজিটাল পদ্ধতিতে বেকার যুবদের প্রশিক্ষণ গ্রহণে আবেদন প্রক্রিয়া ও যুব ঋণ প্রাপ্তিতে প্রাথমিক আবেদন সহজিকরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>ক.বেকার যুবদের প্রশিক্ষণ গ্রহণ প্রক্রিয়াঃ 1. উপজেলা পর্যায়ে বার্ষিক লÿ্যমাত্রা ৮৪০ জনের প্রশিক্ষণ প্রক্রিয়ায় প্রধান কার্যালয়/উপজেলা কার্যালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশের পর যুবদের উপজেলার প্রত্যমত্ম অঞ্চল হতে প্রাথমিকভাবে বিজ্ঞপ্তির খবর জানার জন্য উপজেলা কার্যালয়ে আসতে হয়। সময় ৭ থেকে ১৫ দিন। 2. বিজ্ঞপ্তি জানার পর পূনরায় আবেদন জমা দেওয়ার জন্য কার্যালয়ে আসতে হয়। সময় ৭ থেকে ১৫ দিন। 3. আবেদন জমা হওয়ার পর তাকে বাছাইয়ের জন্য মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কার্যালয়ে আসতে হয়। সময় ২ থেকে ৩ দিন। মৌখিক পরীক্ষায় নির্বাচিত হলে তাকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। খ. যুব ঋণ প্রাপ্তিতে প্রাথমিক আবেদন সহজিকরণ • ১. যুবগণ বছরের যেকোন সময় যুব ঋণ প্রাপ্তির জন্য প্রাথমিকভাবে একটি আবেদন করতে পারে। • ২. আবেদন করার জন্য তাকে উপজেলা কার্যালয়ে আসতে হয়। • ৩. প্রকল্পের যথার্থতা নিরম্নপণের পর পরবর্তিতে তাকে জানিয়ে দেওয়া হয়। সময় ১ মাস থেকে ৩ মাস। • ৪. প্রধান কার্যালয়ের নির্ধারিত আবেদন ফরম ১০/=টাকা মূল্যে সংগ্রহ করার পর পরবর্তি ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ কার্যালয়ে জমা দিতে হয়। • ৫. পরবর্তি ০১ মাসের মধ্যে যুব ঋণ অনুমোদিত হলে কার্যালয়ে এসে ঋণের চেক গ্রহণ করতে হয়।</p>

<p>Innovation in public service বিষয়ে ০৫ দিন মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করে ব্যক্তিগত আমি উপকৃত হয়েছি। যার ফলে আমি নিজের মত করে চিমত্মা করার সুযোগ পেয়েছি। আমার প্রসত্মাবিত প্রকল্পটি আরও্একটু ব্যপ্তি ঘটিয়ে নিজেই একটি্ওয়েব সাইট আমার কার্যালয়ের জন্য তৈরী করেছি। ওয়েব সাইট এড্রেসঃ www.dydeform.com এই সাইটের মাধ্যমে একজন যুব ঘরে বসেই তার ব্যবহ্নত মোবাইল ফোন/কম্পিউটার/ইউআইএসসি সেন্টারে মাধ্যমে প্রশিক্ষনের বিজ্ঞপ্তি জানতে পারবে। তার পছন্দ মত যে কোন প্রশিক্ষণে অংশ গ্রহণে ইচ্ছুক সেই বিষয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। একই সাথে যুব ঋণ প্রাপ্তির জন্য প্রাথমিক আবেদন প্রকল্পের ছবি সহ করতে পারবে। এজন্য তার সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।</p>