<p>উদাহরণঃ K-জেলায় বিভিন্ন ধরনের ব্যবসা করতে আগ্রহী লোকজন বিদ্যমান দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া , তথ্যের অপর্যাপ্ততা,সদিচ্ছা ও অব্যবস্থাপনার কারনে ডিলিং লাইসেন্স পেতে নানা ভাবে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে । একারণে ব্যবসায়ীরা লাইসেন্স ছাড়াই অনিশ্চয়তার মধ্য দিয়ে বাবসা করছে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।)</p> <p>খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের সেভা গ্রহীতরা তথ্যের অপর্যপ্ততা, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং বরাদ্দের অপ্রতুলতার কারনে সেবা গ্রহীতরা ভাতা থেকে বঞ্ছিত হচ্ছে, হয়রানি হচ্ছে। ফলে ভিক্ষাবৃত্তি দূর হচ্ছেনা।</p>
<p style="margin-left:.25in"> </p> <p>জরিপের মাধ্যমে একটি ইউনিয়নে বয়স ও আথ©সামাজিক অবস্থা অনুযায়ী ভিক্ষুকদের একটি তালিকা প্রনয়ন এবং ভিক্ষুকদের নিকট থেকে আবেদন গ্রহণ এবং আবেদন পত্র সমূহ ইউনিয়ন কমিটিতে প্রেরণ।</p> <p>ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই ও প্রাথমিক তালিকা প্রনয়ন করা এবং উক্ত তালিকা উপজেলা কমিটিতে চূড়ান্ত অনুমোদনের নিমিত্তে উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ।</p> <p>উপজেলা সমাজসেবা কার্যালয় হতে উক্ত তালিকা উপজেলা কমিটিতে চূড়ান্ত অনুমোদনের নিমিত্ত উপস্থাপন করা এবং যাচাই বছাইয়ান্তে উক্ত তালিকা উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়া।</p> <p>অনুমোদিত সেবাগ্রহীতাগণের ব্যাংক হিসাব খোলা ও ভাতা বই বিতরনের সংবাদ এসএমএস এর মাধ্যমে অবহিতকরণ এবং ভাতাবই প্রদান।</p> <p> </p>