প্রকল্প সমূহ

ব্যাপক গন সংযোগ এর মাধ্যমে খানাপুরী কাম বুঝারত কার্যক্রম সহজীকরণ
ব্যাপক গন সংযোগ এর মাধ্যমে খানাপুরী কাম বুঝারত কার্যক্রম সহজী করণ

ব্যাপক গন সংযোগ এর মাধ্যমে খানাপুরী কাম বুঝারত কার্যক্রম সহজী করণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>জরিপ চলমান এলাকায় জনগনের অসহযোগিতা, অজ্ঞতা, শিক্ষার অভাব এ সকল করনে ভুমির মালিকদের প্রতিটি স্তরে সঠিক রেকর্ড প্রনয়নের ক্ষেত্রে ভোগান্তির সৃষ্টি হয়।</p>

<p>জরিপের ১ম ধাপ হচ্ছে খানাপুরী কাম বুঝারত খানাপুরী কাম বুঝারত শুরু করার ৩০ দিন পূর্বে ১ম ইস্তাহার জারী করে সংশ্লিষ্ট এলাকার ভূমির মালিকদের আবহিত করা হয়। এবং ১৫ দিন পূর্বে ২য় ইস্তাহার জারিকরে ভূমির মালিকদের অবহিত করা হয়। এ পর্যায়ে গনসংযোগের বিধান থাকলেও তা যথাযথভাবে প্রতিপালন করা হয় না। এক্ষেত্রে ৫-১০ দিন পূর্বে এলাকার মসজিদ ও বিদ্যালয় ও খেলার মাঠে বর্নিত সময়ের মধ্যে ব্যাপক গনসংযোগ করে তাদের জরিপের সকল স্তরে কি কি করনীয় এ বিষয়ে তাদের দিক নির্দেশনা প্রদান করা হলে এলাকার দালাল/মোহরার দের মূখোশ খুলে যাবে ফলে জরিপের ১ম স্তরের ভিত্তি মজবুৎ হবে।</p> <p>ভূমির মালিকদের নিজ নিজ জমির সীমানা নির্ধারন মালিকানার কাগজপত্র নামপত্তন, খাজনার দাখিলা, দলিল দামপত্র, আদালতের রায় ডিক্রী এবং সকল কাগজপত্র একই সাথে উপস্থাপন করলে একই কাজের জন্য বার বার অফিসে আসতে হবে না। পূব© প্রস্তুত্তি থকলে স্বল্প সময়ে কম খরচে এবং কম বিজিটে কাজটি অনায়াসে সম্পন্ন করা সম্ভব হবে।</p> <p>পরবর্তীতে তসদিক আপত্তি আপীল ও চুড়ান্ত প্রকাশনা স্তরে কাজের সময় খরচ ও ভিজিট ৫০% কমে যাবে।</p>