প্রকল্প সমূহ

নতুন বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়া সহজীকরন
বিশুদ্ধ পানি সহজে নাগরিকের নিকট সরবরাহকরণ

বিশুদ্ধ পানি সহজে নাগরিকের নিকট সরবরাহকরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নের নাগরিকগণ ঐ এলাকার টিউবল থেকে বিশুদ্ধ পানি না পাওয়ায় বিশুদ্ধ পানি থেকে বঞ্ছিত হচ্ছে, এতে করে ঐ এলাকায় নাগরিকগণের জনস্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে এবং পানি বাহিত রোগের বিস্তার লাভ করছে।</p>

<p style="margin-left:.25in">নাগরিকগন সংরক্ষিত পুকুর, বৃষ্টির পানি কিংবা দুরবর্তী টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে। এতে নাগরিকগনের বিশুদ্ব পানি প্রাপ্তই কষ্টকর হয়। নাগরিকগনের বিশুদ্ধ পানি প্রাপ্তির জন্য, গাড়ী/ ভ্যানে করে জারভর্তি পানি নাগরিকের বাড়ি বাড়ি পৌছানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে।</p> <p style="margin-left:.25in">সেবা দেয়ার পূর্বে প্রত্যেক ইউনিয়ন পরিষদ সদস্য তার এলাকায় পানি সুবিধা বঞ্চিত নাগরিকগনের তালিকা  করবেন। ঐতালিকাই ইউনিয়ন পরিষদে দাখিল করবেন। দাখিলকৃত তালিকা ইউনিয়ন পরিষদে অনুমোদনের পর উপজেলা পরিষদে প্রেরণ করেবেন। উপজেলা পরিষদ অনুমোদন করে প্রজেক্টের কাজ সমাপ্তির পর উক্ত তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদ  নাগরিকগণের নিকট পানি সরবরাহ করবেন। </p>