প্রকল্প সমূহ

পানির গুনগতমান পরীক্ষার জন্য ইউনিয়ন ভিত্তিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য চাষীদের সেবা প্রদান।
পানির গুনগতমান পরীক্ষা জন্য ইউনিয়ন ভিত্তিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য চাষীদের সেবা প্রদান।

পানির গুনগতমান পরীক্ষা জন্য ইউনিয়ন ভিত্তিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য চাষীদের সেবা প্রদান।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>উপজেলার মৎস্য চাষের বিভিন্ন তথ্য বিশেষ করে পানির গুনগত মান পরীক্ষা সম্পর্কে অবগত না হওয়ায় কোথায় কার কাছে যেতে হবে তা না জানায় মাছ চাষে বিভিন্ন ভোগান্তিতে পড়ছে  এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।</p>

<p>ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করণ ও পরীক্ষা কেন্দ্র স্থাপন।</p> <p>প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল-এজেন্ট তৈরী।</p> <p>দক্ষ জনবলের নিকট পানি পরীক্ষার কিটবক্স বিতরণ।</p> <p>মৎসচাষীদেরকে অবহিত করা (মাধ্যম: মাইকিং/মত বিনিময় সভা)</p> <p>ইউনিয়ন কেন্দ্রে আগত চাষীদের পানি পরীক্ষা পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান।</p>