প্রকল্প সমূহ

কৃষিপণ্য পাইকারী ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান সহজীকরণ (হোম সার্ভিসের মাধ্যমে)
গুণগতমানের আঙ্গুলী পোনা উৎপাদন

বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত এবং পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদনের জন্য বালাইনাশক বিক্রেতাদের দক্ষতা উন্নয়ণ ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>বালাইনাশক ডিলারের অজ্ঞতা ও জ্ঞানের অপ্রতুলতার কারণে বালাই সনাক্তকরণ ও সঠিক বালাইনাশক নির্বাচন করতে না পারায় কৃষককে মাত্রাতিরিক্ত ও অপ্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করতে হয় । ফলে কৃষক সময় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় । সর্বোপরি সুস্থ্য পরিবেশ ও নিরাপদ খাদ্য প্রাপ্তি ক্ষতিগ্রস্ত হয় ।</p>

<p>প্রথমে লাইসেন্সধারী সকল বালাইনাশক বিক্রেতার জরিপ ফরম পূরণ পূর্বক ডাটাবেইজ তৈরি করা হবে ।</p> <p>Baseline Information Collection  এবং নিড অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রশিক্ষণের জন্য আগ্রহী বালাইনাশক ডিলার নির্বাচন করা হবে ।</p> <p>রোগ, পোকা ও অপুষ্টিজনিত ফসলের সমস্যার ক্ষতিকর লক্ষ্মণ, কারণ ও দমন ব্যবস্থার ডিজিটাল কনটেন্টের হার্ড কপি ও সফট কপি প্রস্তুত করা হবে ।</p> <p>কৃষিতথ্য ও প্রযুক্তি বিষয়ক ফেসবুক পেইজ তৈরি/ওয়েবসাইট ডেভেলপমেন্ট/ প্রয়োজনীয় অন্যান্য মোবাইল অ্যাপস তৈরি করা হবে এবং ইতিমধ্যে উদ্ভাবিত মোবাইল অ্যাপস কিংবা ওয়েবসাইট লিংকেজ করা হবে ।</p> <p>নির্বাচিত ডিলারদের প্রশিক্ষণ প্রদান, ডিজিটাল ডিভাইস ব্যবহারে সক্ষমতা ও গুরুত্বপূর্ন লিংক গুলোতে লিংকেজ করা হবে  ।</p> <p>প্রশিক্ষণ প্রাপ্ত ডিলারের বিক্রয় রেজিস্টার পর্যবেক্ষণ ও কৃষকের ফিডব্যাক গ্রহণ করে মনিটরিং করা হবে।</p> <p>ডিলার কর্তৃক কৃষক প্রশিক্ষণ আয়োজন ও কার্যক্রমের ফিডব্যাক গ্রহণ ।</p>