<p>জরিপ শুরুর প্রারম্ভে ব্যাপক প্রচার প্রচারণা করতে না পারার কারণে এবং জরিপের শুরুতে অদক্ষ এবং অপ্রশিক্ষনপ্রাপ্ত মৌসুমি আমিন দ্বারা নকসা ও রেকর্ড প্রস্তুত করার ফলে প্রতিটি স্তরে বিবাদ (Dispute ), আপত্তি ও আপীল মামলার সংখ্যা বৃদ্ধি পায়।ফলে দীর্ঘকাল ধরে প্রতিটি স্তরে রেকর্ড ও নকসার সংশোধন প্রক্রিয়া চলতে থাকে এবং চুড়ান্ত প্রকাশনায় বিলম্ব হয়।</p>
<p style="margin-left:.25in">সনাতন পদ্ধতিতে অদক্ষ মৌসুমী আমিন দ্বারা রেকর্ড ও নকশা না করিয়ে দক্ষ পেশাদার সার্ভেয়ার দ্বারা কম্পিউটার চালিত আধুনিক (ডিজিটাল) পদ্ধতি ম্যাপ তৈরী করা ও এরিয়া নির্ণয় করা।পরবর্তীতে একজন রাজস্ব ক্ষমতা সম্পন্ন অফিসার দ্বারা সরাসরি সম্পন্ন করা।শুধুমাত্র ইস্তেহার জারিতে সীমাবদ্ধ না থেকে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) কে সাথে নিয়ে সংশ্লীষ্ট এলাকায় গণসংযোগ সভা করা।খসড়া প্রকাশনার পুর্বে কোন বিবাদ/ বদর গ্রহণ না করে খসড়া প্রকাশনা স্তরেই আপত্তি গ্রহণ করা হবে ।</p> <p style="margin-left:.25in"> </p>