প্রকল্প সমূহ

চাহিদা ভিত্তিক কৃষি বিষয়ক সেবা কৃষকের দোরগোড়ায় পৌছানো নিশ্চিতকরণ
চাহিদাভিত্তিক তথ্য প্রযুক্তি নির্ভর দ্রুত কৃষি সেবা প্রদান

চাহিদাভিত্তিক তথ্য প্রযুক্তি নির্ভর দ্রুত কৃষি সেবা প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>প্রচলিত পদ্ধতিতে কৃষক তার উৎপাদিত ফসলের সমস্যার সমাধান অথবা এ সংক্রামত্ম যে কোন তথ্যর জন্য সংশিস্নষ্ট বস্নকের এসএএও অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে বার বার যোগাযোগ করে তাৎক্ষনিক পরামর্শ/তথ্য পেতে অনেক সময় ও অর্থের অপচয় হয়। ইউনিয়ন পরিষদে পরামর্শ কেন্দ্র থাকলেও পরিষদগুলির অবস্থানগত কারনে সেবা গ্রহীতারা (কৃষক) সেখানে গিয়ে পরামর্শ নিতে অনেক ঝামেলা মনে করে ও আগ্রহী নয়। বরং তাদের হাট-বাজারে গিয়ে বেসরকারী সেবাদান কারী ব্যক্তি/প্রতিষ্ঠানের (সার, বীজ, কীটনাশক ডিলার) নিকট থেকে সেবা/পরামর্শ নেওয়ার প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে সেবা গ্রহীতা অধিকাংশ ক্ষেত্রে ভুল পরামর্শের শিকার হচ্ছেন বিধায় ফসল হানি/ ফলন কম সহ আর্থিক ক্ষতির  সম্মুখীন হচ্ছেন।</p>

<p>০১। গ্রাম নির্বাচনপূর্বক গ্রামের হাট / বাজার / সুবিধাজনক স্থানে/  বেশীরভাগ কৃষক যাতায়ত করেন এমন স্থানে কৃষি তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন।</p> <p>০২। সেবা প্রদানকারী দল (ইউএও,এইও,এস এপিপিও, এসএএও) গঠন করে নির্ধারিত টাইমফ্রেমের (সপ্তাহে ০৩ দিন ০৩ ঘন্টা) মধ্যে তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান।</p> <p>০৩। কৃষকদের সাথে ব্যক্তিগত যোগাযোগ, দলীয় আলোচনা ও স্টেকহোল্ডারদের (বীজ, সার, বালাইনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ বিক্রেতা, বাজার কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি) সহিত সভা করা।</p> <p>০৪। এলাকায় প্রধান ০২ টি ফসল উৎপাদনকারী এরূপ ৫০ জন কৃষকের ডাটাবেজ প্রস্ত্তত করে তথ্য সংরক্ষণ ফলোআপ, মনিটরিং ও রেকর্ড সংরক্ষণ ও চাহিদাভিত্তিক সেবা প্রদান।</p> <p>০৫। আধুনিক যুগোপযোগী সেবা প্রদানের জন্য কৃষি তথ্য ও সেবা কেন্দ্রকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধকরণ।</p> <p>০৬। প্রেসক্রিপশন প্যাডের মাধ্যমে আগমত্মক কৃষকদের চাহিদামাফিক সেবা প্রদান ও ডাটাবেজকৃত কৃষকদের সাথে ই-যোগাযোগ স্থাপন।</p> <p>০৭। সেবার গতি ও মান ঠিক রাখাসহ প্রয়োজনে নতুন আইডিয়া বাসত্মবায়নের জন্য তথ্য সংরক্ষণ, ফিড ব্যাক ও মনিটরিং।</p>