<p><u>বিদ্যমান সমস্যা</u><br /> ১। ব্লকওয়ারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা না থাকা<br /> ২। কৃষকের কারিগরি জ্ঞানের অভাব<br /> ৩। ডিলার কর্তৃক ভুল পরামর্শ প্রদান<br /> ৪। কৃষক, উপজেলা কৃষি অফিস বিমুখী</p> <p><u>সমস্যার মূল কারণ</u><br /> ১। প্রয়োজনীয় সংখ্যক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ না হওয়া<br /> ২। কৃষকের আর্থ-সামাজিক অবস্থা<br /> ৩। ডিলারের অজ্ঞতা<br /> ৪। উপজেলা থেকে কৃষক দূরবর্তী স্থানে থাকা</p> <p><u>কৃষক বিভিন্ন ভাবে প্রতারিত হওয়া কারণ</u><br /> ১.প্রচলিত ধ্যান ধারণায় বিশ্বাস<br /> ২.ধর্মভীরম্নতা<br /> ৩.স্থানীয় অশিক্ষিত কৃষকের পরামর্শ গ্রহন<br /> ৪.অসাধু সার,বীজ ও কীটনাশক বিক্রেতা কর্তৃক প্রতারিত<br /> ৫.প্রযুক্তি গ্রহনে অনীহা<br /> ৬.জ্ঞানের অভাব</p>
<p><strong>কৃষকের চাহিদা মাফিক দ্রম্নত ও কার্যকর সেবা কৃষকের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে নিম্ম পদক্ষেপ গ্রহন করা হবে:</strong><br /> ১। উপজেলা কৃষি অফিসের একটি ফেইসবুক আইডি/গ্রম্নপ খোলা হবে<br /> ২। উপজেলার প্রতিটি বস্নকের ,প্রতিটি গ্রামের কিংবা প্রতিটি বাড়ীর কিছু সংখ্যক ফেইসবুক ব্যবহারকারীকে সংশিস্নস্ট বস্নকের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে নির্দিষ্ট করে তাদের ফেইসবুক আইডির সাথে উপজেলার আইডি যুক্ত করা হবে।<br /> ৩। উপজেলায় ফেইসবুক আইডিটির ব্যাপক প্রচার করা হবে।<br /> ৪। কৃষক যখন কোন সমস্যায় পড়বে(উৎপাদন প্রযুক্তি,সার,বীজ,রোগ ও পোকামাকড়) তখন কৃষক তার নিকটবর্তী নিদিষ্ট করা ফেইসবুক ব্যবহারকারীর(UISC,FIAC,AICC,IPM/ICM Club) নিকট যাবেন।<br /> ৫। কৃষক নিকটবতী ফেইসবুক ব্যবহারকারী সমস্যার ছবি তুলে কিংবা Message এর মাধ্যমে উপজেলার আইডিতে আপলোড করবেন।<br /> ৬। উপজেলার ফেইসবুক আইডি Admin (UAO,AAO,AEO,SAPPO/SAAO)সমস্যাটির সমাধান উপজেলার আইডিতে আপলোড করবেন।<br /> ৭। কৃষকের নিকটবর্তী ফেইসবুক ব্যবহারকারী সমস্যা্রটির সমাধান,উপজেলার আইডি হতে অবগত হয়ে তা কৃষককে জানাবেন এবং কৃষক সেই আলোকে ব্যবস্থা গ্রহন করবেন।<br /> ৮। যদি ফেইসবুকে আপলোড করা ছবিটি দেখে কৃষকের সমস্যার চিহ্নিত করা না যায় তাহলে সংশিস্নষ্ট বস্নকের এসএএও কে কৃষকের নিকট প্রেরণ করে সমস্যাটির সঠিকতা যাচাই করা হবে এবং সেই আলোকে পরামর্শ প্রদান করা হবে।<br /> ৯। প্রদানকৃত সমাধানটি কৃষক প্রয়োগ করেছেন কিনা তা সংশিস্নষ্ট বস্নকের এসএএও এর মাধ্যমে নিশ্চিত করা হবে।<br /> ১০। ফেইসবুকের মাধ্যমে কৃষক এসএএও/ডিলার সম্পর্কে অভিযোগ দাখিল করতে পারবে এবং উপজেলা কৃষি অফিসার সেই আঙ্গিকে ব্যবস্থা গ্রহন করতে পারবেন।<br /> ১১। ফেইসবুকের টাইম লাইনে কৃষি বিষয়ক ই-বুক সহ অন্যান্য পেইজ লিঙ্ক করে দেয়া হবে।<br /> ১২। পূর্বে উলেস্নখিত সমস্যার সমাধানের আলোকে কৃষক অনেক সমাধান পেয়ে যেতে পারেন।</p>