<p>শিল্প এলাকায় অস্থায়ী কর্মজীবী দম্পতিরা রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হয় না। রেজিস্টার বহির্ভূত থাকায় তাদেরকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না এবং তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।</p>
<p>শিল্প এলাকা চিহ্নিতকরনঃ</p> <p style="margin-left:18.0pt">অস্থায়ী কর্মজীবী দম্পতিদের পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রথমেই শিল্প এলাকাগুলো চিহ্নিত করা হবে।</p> <p>দম্পতি সেবা কার্ড সম্পর্কে প্রচারনাঃ</p> <p style="margin-left:18.0pt">শিল্প এলাকাগুলোতে পোস্টারের মাধ্যমে সকলকে কার্ড সম্পর্কে অবহিত করা হবে।</p> <p>ডাটাবেজ তৈরিঃ</p> <p style="margin-left:18.0pt">শিল্প এলাকার মাঠকর্মীরা তাদের কর্মএলাকায় অস্থায়ীভাবে বসবাসরত কর্মজীবী দম্পতিদের তালিকা তৈরি করবে। মাঠকর্মীদের প্রেরিত তালিকা নিয়ে এমএস এক্সেল এ একটি ডাটাবেস তৈরি করা হবে। ডাটাবেস এ অন্তর্ভুক্ত ফিল্ডগুলো হল- এলাকার নাম, দম্পতির নাম, বয়স, সন্তান সংখ্যা, শেষ সন্তানের বয়স, বিয়ের তারিখ, মোবাইল নম্বর এবং গৃহীত পদ্ধতি।</p> <p>দম্পতি সেবা কার্ড তৈরি ও বিতরণঃ</p> <p style="margin-left:18.0pt">দম্পতি সেবা কার্ড তৈরি করে তালিকা অনুযায়ী প্রত্যেক অস্থায়ী কর্মজীবী দম্পতিকে একটি করে সেবা কার্ড দেয়া হবে, যার আরেক কপি সংশ্লিষ্ট মাঠকর্মীর কাছে সংরক্ষিত রাখা হবে। কার্ড অনুযায়ী মাঠকর্মীরা তাদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করবে।</p> <p>বাল্ক এসএমএস ক্রয়ঃ</p> <p style="margin-left:18.0pt">কর্মজীবী দম্পতিদের দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতি প্রদানের লক্ষ্যে বাল্ক এসএমএস ক্রয় করা হবে এবং হাসপাতালে অনুষ্ঠিত ক্যাম্প এর তারিখ বাল্ক এসএমএস এর মাধ্যমে পূবেই তাদের জানিয়ে দেয়া হবে। </p> <p>ফিডব্যাক এবং ফলোআপঃ</p> <p style="margin-left:18.0pt">মাঠকর্মীর কাছে সংরক্ষিত দম্পতি সেবা কার্ড থেকে তথ্যগুলো নেয়া হবে এবং প্রয়োজনে আপডেট করা হবে। প্রতি পাক্ষিক সভায় মাঠকর্মীদের কার্যক্রমের ফলোআপ করা হবে।</p> <p>রিপোর্টঃ</p> <p style="margin-left:18.0pt">মাসিক রিপোর্টের ক্ষেত্রে MIS form-4 এর নিচে আলাদা করে কর্মজীবী দম্পতিদের তথ্য সন্নিবেশিত করা হবে এবং তা CAR এ সংযোজন করা হবে। ফলে under reporting বা over reporting হওয়ার কোন সম্ভাবনা নেই।</p> <p>বিতরণ ও মজুদ যাচাইঃ</p> <p style="margin-left:18.0pt">মাঠকর্মীর কাছে সংরক্ষিত দম্পতি সেবা কার্ড থেকে মাসিক বিতরণ জানা যাবে এবং মজুদের সমন্বয়তা যাচাই করা যাবে। ফলে LMIS-এর বিতরণের নীতিমালার মধ্যে থেকেই বিতরণ সম্ভব হবে।</p> <p>দম্পতি অন্যত্র চলে গেলে গৃহীত পদক্ষেপঃ</p> <p style="margin-left:18.0pt">কর্মজীবী দম্পতি যদি অন্য এলাকায় চলে যায় তাহলেও তারা সেবা কার্ডটি সংরক্ষণ করবে এবং নতুন এলাকায় এই কার্ডটি দেখিয়ে সেবা গ্রহণ করবে। আগের এলাকার মাঠকর্মীর কাছেও কার্ডটি সংরক্ষিত থাকবে কিন্তু দম্পতি চলে গিয়েছে এটা চিহ্নিত করে ডাটাবেস এ তথ্যটি সংরক্ষিত করা হবে।</p>