<p>ঋনের আবেদনপত্রের সুনির্দিষ্ট লিখিত কোন দলিল আশ্রয়নে না থাকায় বার বার উপজেলা সমবায় অফিসে আসা- যাওয়া করতে হয়। ফলে সেবা গ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় দৈনন্দিন কার্যকত্রমে নেতিবাচক প্রভাব পড়ে।এছাড়া ঋণ মঞ্জুর ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময় সীমা নির্ধারিত না থাকায় সেবাগ্রহীতাগণ সময়মত ঋণ পায়না। ফলে ঋন গ্রহনের উদ্দেশ্য ব্যহত হয়।</p>
<p style="margin-left:18.0pt">উপকারভোগীদের নিকট থেকে ঋন আদায়ের জন্য নির্ধারিত দিনে উপজেলা সমবায় অফিসার বা তার প্রতিনিধির মাধ্যমে আশ্রয়ন প্রকল্পে গিয়ে আবেদন পত্র গ্রহন পূর্বক দল গঠন করে চুক্তি পত্র সম্পাদন পূর্বক সরেজমিনে যাচাই্ করে উপজেলা সমবায় অফিসে দাখিল করবেন। উপজেলা সমবায় অফিসার উপজেলা আশ্রয়ন ঋণ দাদন ও আদায় কমিটির সভাপতির সাথে যোগাযোগ করে সভা আহবান করবেন। সভায় আবেদনগুলো উপস্থান করবেন। সভায় ঋণ মঞ্জুর অথবা না মঞ্জুর করা হবে এবং ইহা মোবাইল ফোনের মাধ্যমে চেক বিতরণের তারিখ জানিয়ে দেয়া হবে।</p> <p> </p>