প্রকল্প সমূহ

কুমিল্লা সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্সের ডিজিটাল রেকর্ড ও পেমেন্ট সিস্টেম
কমদামী ও বিদ্যুৎ সাশ্রয়ী মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ

ওয়েবসাইট স্ক্যানিং এবং সিকিউরিটি সলিউশন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

-বাংলাদেশের ডিজিটালাইজেশনে ওয়েবসাইটের ব্যবহার অপরিসীম। বাংলাদেশের সরকারী ব্যবস্থাপনা ও জনগন অধিকাংশে ওয়েবসাইটের উপর নির্ভরশীল। কিন্তু দূর্বৃত্তদের ওয়েবসাইটসমূহের উপর আক্রমণে এই ডিজিটাল ব্যবস্থার ক্ষতি সাধন হচ্ছে। ফলে এই ডিজিটাল ব্যবস্থাপনার প্রতি জেনগণের নির্ভরতা, আস্থা কমে যেতে পারে যা ডিজিটাল বাংলাদেশ বিনিমার্নের জন্য হুমকি হতে পারে। ওয়েবসাইট হ্যাকিং এর ফলে জনসাধারন যথা সময়ে তার কাজ সম্পন্ন করতে পারে না এবং হতাশগ্রস্থ হন। যার আর্থিক ক্ষতি সংখ্যায় প্রকাশ করা অসম্ভব।

-সকল ওয়েবসাইট গুলি মনিটরিং করতে হবে এবং সিকিউরিটি সার্ভিস দ্বারা প্রতিদিন হাস স্ক্যান করতে হবে | বেতিক্রম কোনো হাস দেখা গেলে তা ওয়েবসাইট সিকিউরিটি স্পাইডার স্ক্যান করবে| ওয়েবসাইট এবং ডাটাবেস যাতে ম্যালওয়্যার দ্বারা আক্রমন না হয় ও ডেটা ইঞ্জেক্ট না হয় এজন্য একটি স্পাইডার স্ক্যান এজেন্ট স্ক্রিপ্ট থাকবে | এর ফলে আমরা ওয়েবসাইট ও ডাটাবেস উভায়ী সুরখ্খিত রাখতে পারব.