প্রকল্প সমূহ

পাহাড়ী স্রোতস্বিণী ঝর্ণার পানির শক্তিতেই ঝর্ণার পানিকে বহু উপরে উঠিয়ে সেচের ব্যবস্থা
জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল হিসেবে লবণাক্ত জমিতে মিনি পুকুর খননের মাধ্যমে মিষ্টি সেচ পানি ধরে রেখে সবজি, তরমুজ চাষ সম্প্রসারণের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি।

বৃষ্টির পানি সংরক্ষণ ও সৌর সেচ


খরা অঞ্চল<br><br> বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নকশার এবং প্রযুক্তিগত কিছু উন্নতি করে বৃষ্টির পানির ধারন ক্ষমতা বাড়ানো যাবে চাষযোগ্য জমি নষ্ট না করেই। শুধুমাত্র আটকোনা আকৃতির সৌর প্যনেল এর কাঠামোর উপরের বৃষ্টির পানি বর্তমান নকশায় কুয়ার ভিতর পড়ে। কাঠামোটিকে সম্প্রসারণ করতে হবে অস্থায়ী হিসাবে, যাতে কুয়ার আশেপাশের চাষযোগ্য জমি নষ্ট না হয়। বৃষ্টি বিহীন সময়ে কাঠামোটিকে গুটিয়ে রাখতে হবে। পলিথিন, রেক্সিন অথবা ত্রিপল খুব সহজেই গুটিয়ে রাখা যায়। পুরো পদ্ধতিটিকে অটোমেশন করতে বৃষ্টির জন্য আর বাতাসের গতির জন্য সেন্সর ব্যবহার করতে হবে। বৃষ্টি হলেও ঝোড়ো আবহাওয়াতে এটি সম্প্রসারিত হবে না। ফলে ঝড়ের হাত থেকে কাঠামোটিকে সয়ংক্রিয় ভাবে রক্ষা করবে। শুধুমাত্র রাতের বেলা অস্থায়ী কাঠামোটির সম্প্রসারণ বা গুটিয়ে রাখা সচল রাখার জন্য ব্যাটারী থাকবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">স্থায়ী পাত কুয়ার কারণে আবাদী জমি নষ্ট হয় বৃষ্টির পানি সংরক্ষণের হারও কম।</span><br></p>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের বৃষ্টির পানি সংরক্ষণ শাখার পাত কুয়ায় সৌর সেচ এর কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। প্রকল্পটির নকশার এবং প্রযুক্তিগত কিছু উন্নতি করে বৃষ্টির পানির ধারন ক্ষমতা বাড়ানো যাবে চাষযোগ্য জমি নষ্ট না করেই। শুধুমাত্র আটকোনা আকৃতির সৌর প্যনেল এর কাঠামোর উপরের বৃষ্টির পানি বর্তমান নকশায় কুয়ার ভিতর পড়ে। কাঠামোটিকে সম্প্রসারণ করতে হবে অস্থায়ী হিসাবে, যাতে কুয়ার আশেপাশের চাষযোগ্য জমি নষ্ট না হয়। বৃষ্টি বিহীন সময়ে কাঠামোটিকে গুটিয়ে রাখতে হবে। পলিথিন, রেক্সিন অথবা ত্রিপল খুব সহজেই গুটিয়ে রাখা যায়। পুরো পদ্ধতিটিকে অটোমেশন করতে বৃষ্টির জন্য আর বাতাসের গতির জন্য সেন্সর ব্যবহার করতে হবে। বৃষ্টি হলেও ঝোড়ো আবহাওয়াতে এটি সম্প্রসারিত হবে না। ফলে ঝড়ের হাত থেকে কাঠামোটিকে সয়ংক্রিয় ভাবে রক্ষা করবে। শুধুমাত্র রাতের বেলা অস্থায়ী কাঠামোটির সম্প্রসারন বা গুটিয়ে রাখা সচল রাখার জন্য ব্যাটারী থাকবে।</span><br></p>