<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">আধুণিক বিশ্বে অটোমেটিক কার ওয়াশিং সিস্টেম বেশ আগে থেকেই ব্যবহার হচ্ছে কিন্তু আমাদের দেশে এখনো এই প্রযুক্তি আসেনি। কারণ অটোমেটিক কার ওয়াশিং সিস্টেম অনেক ব্যায়বহুল অথচ আমাদের দেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">এই প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অটোমেটিক কার ওয়াশিং সিস্টেম তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই প্রাইমারী প্রটোটাইপ তৈরি করার মাধ্যমে সিস্টেমের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয়েছে। আশা করা যাচ্ছে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশেও অটোমেটিক কার ওয়াশিং সিস্টেমের প্রসার ঘটানো যাবে।</span><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>