প্রকল্প সমূহ

mvejxj cvVK I †jLK ˆZix
“স্বাস্থ্য সেবায় ‘ই’ টিকেট”

“সৌরশক্তির মাধ্যমে সেচ এবং বিদ্যুৎ উৎপাদন”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• সোলার প্যানেল ও ব্যাটারী নষ্ট। • জেনারেটর নষ্ট বা খারাপ থাকে। • সোলার প্যানেল বা ব্যাটারী দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হতে পারে। • সোলার প্যানেল বা ব্যাটারী মান ভালো হওয়া প্রয়োজন।

সোলার প্যানেল, ব্যাটারী, চার্জকন্ট্রোলার, ইনভার্টার এবং টারবাইন এগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হতে পারে।এগুলো পরিবর্তন করা যায়।শস্য ক্ষেতের উন্মুক্ত স্থানে স্থাপিত ২০০০ ওয়াটের একটি সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের দ্বারা একটি লিড এসিড সেল ব্যাটারী যার ভোল্টেজ ডিসি ১২ ভোল্ট, ২০০ এ্যাম্পিয়ার চার্জিত হয়।ফলে ঐ ভোল্টেজের মাধ্যমে একটি ১/২ এইচপি (হর্স) পাওয়ারের মোটর দিয়ে পানি উত্তোলন, উক্ত পানির ধারা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।উক্ত বিদ্যুৎ বাসা-বাড়িসহ সকল জায়গায় ব্যবহার করা সম্ভব।টারবাইন ঘুরানোর পর উক্ত পানি সেচের কাজে ব্যবহার করা যাবে। সেচ মৌসুমের সময় ও পরে উক্ত পানি খাবার পানি হিসেবে বোতলজাত পূর্বক বাজারজাত করে অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন করা সম্ভব।এছাড়া এই বিদ্যুৎ উৎপাদনের খরচ কম ও যেখানে সেখানে স্থাপন করা সম্ভব।