প্রকল্প সমূহ

Instance Cash (Remittance) Transfer
Foreign Remittanc Receiver ID Card (FRR ID Card)

দ্রুত ও সহজে পোল্ট্রি খামারিদের বিনিয়োগের পূর্ণ নিশ্চয়তা প্রদান


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ব্যাংকে অনকে সময় যোগ্য মাঠর্কমীর অভাব এবং এ বিষয়ে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও বিতরণ পদ্ধতি সর্ম্পকে র্পূণ জ্ঞান থাকে না । আবার সেবা গ্রহীতা অনেক বিষয়ে অজ্ঞ থাকে । ফলে ঋণ বিতরণ এবং গ্রহন উভয়ের ক্ষেত্রেই জটিলতার সৃষ্টি হয় । ব্যাংকের ভাবর্মূতি ক্ষুণ্ণ হয় ।

প্রধান র্কাযালয় র্কতৃক পাইলট বেসিসে একটি অঞ্চলের সমস্ত শাখায় শুধুমাত্র পোল্ট্রি খাতের উপর ট্রেনিং এর ব্যবস্থা গ্রহন । ঋণ বিতরনের জন্য প্রয়োজনীয়/ চাহিত কাগজপত্র, ঋণ গ্রহীতাদরে জন্য করনীয়, লিফলেট অথবা ফোল্ডারে ধারাবাহকি ভাবে সচিত্র তৈরি এবং শাখায় প্রেরণ করতে হবে । সংশ্লষ্টি উপজেলা প্রানি সম্পদ ও যুব উন্নয়ন র্কাযালয়কে সম্পৃক্ত করতে হবে যেন খামারিরা প্রয়োজনীয় সার্পোট পায় । এলাকার সমস্ত পোল্ট্রি চাষিদের কম্পিউটারাইজ তালিকা তৈরি করে ঋণ বিতরনের ব্যবস্থা চালু করতে হবে ।