প্রকল্প সমূহ

প্রশিক্ষণ প্রাপ্তদের লিংকেজের মাধ্যমে স্বাবলম্বী করা
ই-সেবার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন প্রদান

তথ্য দিন সেবা নিন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• CDMS সফটওয়্যার ধীরগতির ও মামলার তথ্য তথ্যের প্রধান্য বেশি; • CDMS শুধুমাত্র ক্রিমিনাল দের তথ্য দেয়; • একটি তথ্য পাওয়ার জন্য অনেকগুলো তথ্য দিতে হয়; • অন্যান্য তথ্য নেই যেমন-পাসপোর্ট নং, এনাআইডি নং, ড্রাইভিং লাইসেন্স, আঙ্গুলের ছাপ, ফোন নম্বর, মেইল ।

• একটি সফটওয়্যার ডেভেলপ করা; • পার্সোনাল ডিটেইলস (উপজেলার সকল ব্যক্তির); • মোবাইল নং, পাসপোর্ট নং, এনাআইডি নং, ড্রাইভিং লাইসেন্স, আঙ্গুলের ছাপ, ফোন নম্বর, মেইল; • শুধুমাত্র এনআইডি/জন্ম নিবন্ধন সার্চ দিলে সকল তথ্য চলে আসবে; • অতীত ক্রিমিনাল রেকর্ডসহ অন্যান্য তথ্যাবলী আসবে; • নির্বাচন কমিশন ও অন্যান্য সরকারী সংস্থার সহিত চুক্তির মাধ্যমে তথ্যাবলী সফটওয়্যারে সংযুক্তকরণ;