প্রকল্প সমূহ

ফ্ল্যাট/প্লটের দায়মুক্তি ও লীজ দলিল রেজিষ্ট্রেশন একত্রে অনুমোদন
জাতীয় গৃহায়ন কর্তৃপেক্ষর ফ্ল্যাট/প্লট বরাদ্দ সহজীকরণ

জাতীয় গৃহায়ন কর্তৃপেক্ষর ফ্ল্যাট/প্লট বরাদ্দ সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করার কারনে প্রকল্প প্রস্তুতিতে অধিক সময় ব্যয় হয়। আবেদনপত্র ক্রয়, জমা, যাচাই বাছাই, লটারী, বরাদ্দপত্র ইস্যু এবং কিস্তি পরিশোধ ম্যানুয়াল পদ্ধতির জন্য সেবা গ্রহীতাকে গৃহায়ণ অফিসে বার বার আসা যাওয়া করতে হয়। এক্ষেত্রে দালালের ক্ষপ্পরে পড়ার সম্ভাবনা থাকে। ফলে সেবা গ্রহীতা সময় ও আর্থিক ক্ষতির সম্মূখিন হয়।

অনলাইন আবেদন ফরম তৈরি করা হবে যাতে সেবা গ্রহীতা ঘরে বসেই আবেদন করতে পারবে। আবেদন পত্রের সকল সংযুক্তি অনলাইনে (এটাচমেন্ট হিসাবে) জমা প্রদান করবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে একটি ইউনিক আইডি তৈরি হবে। আইডি’র বিপরীতে নির্ধারিত ব্যাংকে টাকা জমা প্রদান করলেই আবেদন পত্রটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনুকুলে জমা পরবে। গৃহীত আবেদন পত্রগুলো ম্যানুয়ালি যাচাই বাছাই করণ। সঠিক আবেদন পত্রগুলো স্বয়ক্রিয়ভাবে লটারি করা হবে এবং বিজয়ীদের এসএমএস এর মাধ্যেম অবহিত করা হবে। লটারিতে উত্তীর্ন ব্যক্তিদের ই-মেইল এর মাধ্যেম বরাদ্দপত্র জারী করা হবে।