১। ক্রমাগত রাস্তার লেভেলের সাথে সাথে নির্মিতব্য নতুন ভবন সমূহের প্লিন্থ লেভেল বৃদ্ধি পাওয়া এবং পুরাতন ভবন সমূহের প্লিন্থ লেভেল নিচে নেমে যাওয়া । ২। জলাবদ্ধতা । ৩। সুয়্যারেজ লাইন/ ড্রেইনের লেভেল পরিবর্তন করার প্রয়োজনীয়তা । ৪ । নানা ধরনের নাগরিক পরিসেবা সংক্রান্ত জটিলতা
জেলা ওয়ারী বিদ্যমান রাস্তা / ভবন / অন্যান্য স্থাপনা সমূহের বেইজ লাইন জরিপ করে (বেঞ্চ মার্ক সংগ্রহ) ডাটাবেইজ প্রস্তুতকরণ, বিশ্লেষন এবং উপযোগিতা যাচাইয়ের পর ভৌগলিক অবস্থান অনুযায়ী স্ট্যান্ডার্ড বেইজ লাইন নির্ধারন ।