প্রকল্প সমূহ

ডিজাইন ম্যানেজমেট সিস্টেম (DMS)
ডিজাইন ম্যানেজমেট সিস্টেম (DMS)

ডিজাইন ম্যানেজমেট সিস্টেম (DMS)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

একটি স্থাপনার নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকৌশলীদের প্রথমেই স্থাপনাটির নকশা বিবেচনাপূর্বক তার স্থাপনা কাজ পরিচালনার জন্য প্রাক্কলন তৈরি করেন। এই প্রাক্কলন অনুমোদিত হলে সেই অনুযায়ী টেন্ডার কাজ পরিচালনা করে তাকে স্থাপনাটির কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু শুরুতেই স্থাপত্য, সিভিল ও বৈদ্যতিক নকশা প্রণয়নে বিলম্ব হলে মাঠ পর্যায়ে তা পৌঁছাতে দেরি হয়। একই সাথে পরবর্তী সকল কাজ তখন পিছিয়ে যায়। ফলে সময় মত স্থাপনা প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করা যায় না। একই নকশার জন্য বার বার তাগিদ দিতে মাঠ পর্যায় থেকে ডিজাইন বিভাগ ,স্থাপত্য, অধিদপ্তরেও প্যানিং এন্ড ডিজাইন সার্কেলে যোগাযোগ বা তদবির করতে হয়। ফলে আবার সময় ও অর্থ নষ্ট হয়। তাছাড়া, একই ডিজাইনে হঠাৎ আসা পরিবর্তনের কারণে মাঠ পর্যায়ের কাজে প্রচন্ড সমস্যা তৈরি হয়। তখন পুনরায় স্থাপনা সংশোধন করতে গেলে সময় ও সরকারি অর্থ অপচয় হয় এবং স্থাপনার সৌন্দর্যহানি ঘটে।

একটি ডিজাইন ডাটাবেস তৈরি যেখানে একটি স্থাপনার স্থাপত্য, সিভিল ও বৈদ্যুতিক সকল নকশা একই সাথে আপলোড করা থাকবে। • ডিপিপি প্ল্যানিং কমিশন থেকে পাশ হবার সাথে সাথে মাঠ পর্যায় থেকে ডিজিটাল সার্ভে রিপোর্ট, সয়েল টেস্ট প্রতিবেদন পাঠানোর এবং স্থাপত্য(লে-আউট ও সামগ্রিক) ,সিভিল (স্ট্রাকচারাল,প্লাম্বিং), বৈদ্যুতিক (অভ্যন্তরীণ, বহিঃবিদ্যুতায়ন, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম,ফায়ার ডিটেকশন এণ্ড প্রটেকশন ডিজাইন, হাসপাতালের ক্ষেত্রে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেম ) নকশার কাজ শুরু ও শেষ করার একটা নির্ধারিত সময়সীমা দিয়ে দিতে হবে। • ডিপিপি পাশ হবার সাথে সাথে মাঠ পর্যায় থেকে ডিজিটাল সার্ভে রিপোর্ট স্থাপত্য অধিদপ্তরে এবং সয়েল টেস্ট রিপোর্ট গণপূর্তের সিভিল উইঙ্গে পাঠিয়ে দেয়ার নির্ধারিত সময়সীমা থাকবে। • ডিজিটাল সার্ভে রিপোর্ট অনুযায়ী প্রত্যাশী সংস্থার চাহিদা আলোচনার প্রেক্ষিতে প্লিন্থ এরিয়া অনুযায়ী স্থাপত্য অধিদপ্তর তার লে-আউট প্ল্যানটি লে-আউট প্ল্যানের নির্ধারিত সময় সীমার সম্পন্ন করে ওয়েবসাইটে আপলোড দেবে। • সেটি আপলোড হবার সাথে সাথে সংশ্লিষ্ট সিভিল উইংগে লে-আউট প্ল্যান প্রাপ্তির এসএমএস চলে যাবে। • অতঃপর সিভিল উইংগ তাদের নকশা প্রস্তুত করে আপলোড করে দিলে সেটি প্রাপ্তির এমএসএম চলে যাবে সংশ্লিষ্ট স্থাপত্য অধিদপ্তরের দপ্তরে। • একইভাবে, স্থাপত্য তাদের প্রস্তুতকৃত নকশা নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দিলে সাথে সাথে সংশ্লিষ্ট সিভিল ও ই/এম উইংগে তার প্রাপ্তি এসএমএস চলে যাবে। তখনই ই/এম উইংগের কাজ শুরু হয়ে যাবে। • নির্ধারিত সময়ের মধ্যে বৈদ্যুতিক ,ফায়ার ও সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং থাকলে এর ডাক্ট ডিজাইন প্ল্যান এবং হাসপাতালের ক্ষেত্রে মেডিকেল গ্যাস পাইপ লাইন সিস্টেমের ডিজাইন আপলোড করে দেবেন। • এভাবে যেকোন প্রকল্পের আওতাধীন স্থাপনাসমূহের নকশা প্রণয়ন নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে এবং সেই সময়ের মধ্যে ডাটাবেসে আপলোড করতে হবে। • কখনও মাঠ পর্যায় বা অন্য কোথাও থেকে নির্ধারিত নকশা নির্ধারিত সময়সীমার মধ্যে পেয়ে না থাকলে ডাটাবেসের ইন্টারফেস ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাহিদাকারী ইমেইল বা এসএমএসের মাধ্যমে নকশা চাহিদা অবহিতপূর্বক অনুরোধ করতে পারবেন। এরপরেও কাংক্ষিত নকশা ডাটাবেসে না পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।