প্রকল্প সমূহ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্য শিক্ষার্থী জরিপ
ট্যানারি বর্জ্য রিসাইক্লিং

বন্ধু শিখন্ডী


হিজড়াদের জন্য একটি স্ক্রিনিং অ্যাপ যেখানে থাকবে বিশেষ শারীরিক গঠন সম্পন্ন শিশুদের লালন পালন করার কৌশলসমূহ। আরেকটি অ্যাপ যেখানে থাকবে হিজড়াদের কর্মদক্ষতা ও যোগ্যতার বিবরণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আমাদের সমাজেরই একটি জনগোষ্ঠী (যাদের আমরা হিজড়া বলে চিনি) ভিন্ন শারীরিক গঠনের কারণে পুরোপুরি অবহেলিত থাকেন। তাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকেনা, কর্মদক্ষতা তৈরি হয়না যার ফলে ভিক্ষা বা কোন কোন ক্ষেত্রে চাঁদাবাজিই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। সামজের একটা বড় অংশ তাদের হেয় করে দেখে। এটি সমাজে অস্থিরতা তৈরি করেই চলেছে।

হিজড়াদের জন্য একটি স্ক্রিনিং অ্যাপ তৈরি করা হবে যার মাধ্যমে পরিবারগুলো বুঝতে পারবে যে তাদের বাচ্চাটি ভিন্ন শারিরীক গঠন নিয়ে জন্মেছে। এই অ্যাপে বিশেষ শারীরিক গঠন সম্পন্ন সে শিশুটিকে কীভাবে লালন পালন করতে হবে তার কিছু কৌশল দেয়া থাকবে। এতে এসব বাচ্চারা পরিবার থেকে বিচ্ছিন্নতার সুযোগ পাবে না। আরেকটি অ্যাপের মাধ্যমে তাদের কর্মদক্ষতা এবং যোগ্যতার বিবরণ থাকবে, সাথে চাকুরির সুযোগেরও ব্যবস্থা থাকবে। বিচ্ছিন্নতার হাত থেকে একটি মানুষ তথা একটি জনগোষ্ঠী রক্ষা পাবে।