প্রকল্প সমূহ

ফিচার সম্বলিত হ্যান্ড জিপিএস ডাটার অটোমেশন।
ক্যাফেটেরিয়া স্টাইলে পুরস্কার প্রদান ।

ক্যাফেটেরিয়া স্টাইলে পুরস্কার প্রদান ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

 গতানুগতিক পুরস্কার প্রদান  স্বতঃস্ফূর্ততার অভাব  প্রতিযোগী মনোভাবে অনীহা

 পুরস্কার প্রদানের ক্ষেত্রে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে সমমানের একাধিক পুরস্কারের ব্যবস্থা রাখা হবে।  বিজয়ী প্রতিযোগী তাঁর পছন্দ অনুসারে বিদ্যমান ৩ টি পুরস্কারের গ্রুপ থেকে ক্রমানুসারে ১ টি গ্রুপের যে কোন একটি সামগ্রী গ্রহণ করতে পারবে।  তাছাড়া কোন প্রতিযোগিতায় যারা একেবারেই অংশগ্রহণ করেনি তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো ।  প্রচলিত পুরস্কার মেডেল, সার্টিফিকেট এবং ক্রেস্টের পাশাপাশি ১ম, ২য় ও ৩য় পুরস্কারের ক্যাটাগরিতে বিভিন্ন মূল্যের প্রাইজবন্ড, রচনাসমগ্র, এনসাইক্লোপিডিয়া,ব্যাগ, সার্টিফিকেট,ক্যালকুলেটর,ইলেকট্রনিক সামগ্রী, পার্স/ওয়ালেট, হাতঘড়ি,টাই/শাড়ী ইত্যাদি প্রদান করা হবে।  এছাড়া আরো যোগ করা হবে বছর শেষে সেরা ক্যাডেট নির্বাচন (শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলার ক্ষেত্রে)  পুরস্কার প্রদানের ক্ষেত্রে শিক্ষক, ক্যাডেট ও অভিভাবকদের নিয়ে আলাদা করে মতবিনিময় সভার আয়োজন করা হবে। যাতে করে এই নতুন ধারনায় সমস্যা ও সমাধানে সকলের আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় মতামত গ্রহণ করার সুযোগ থাকে।