প্রকল্প সমূহ

গৃহ নির্মাণ (অগ্রিম) ঋণ মঞ্জুর বিকেন্দ্রীকরণ
ফিচার সম্বলিত হ্যান্ড জিপিএস ডাটার অটোমেশন।

ফিচার সম্বলিত হ্যান্ড জিপিএস ডাটার অটোমেশন।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বর্তমানে হ্যান্ড জিপিএস নিয়ে মাঠ পর্যায়ে গিয়ে নির্বাচিত এলাকার বিভিন্ন ফিচার (রাস্তা,স্কুল,কলেজ,মসজিদ,মন্দির ইত্যাদি) এর ভৌগলিক অবস্থানের ডাটা সংগ্রহ করা হয়। এই ডাটা কম্পিউটারের মাধ্যমে জিআইএস সফটওয়্যারের ব্যবহার উপযোগী করার জন্য প্রতিদিনের ডাটা আলাদা আলাদা ভাবে ম্যানুয়ালি প্রসেস করতে হয়। এতে একটি হ্যান্ড জিপিএসের (২০-২২ দিন) ডাটার ক্ষেত্রে ৫/৬ ঘণ্টা সময় ব্যয় হয় ও ডাটা মিসিং হবার সম্ভবনা থাকে ।

 ফিচার সম্বলিত হ্যান্ড জিপিএস ডাটা (১০-২২ দিন)  কম্পিউটারে ডাটা স্থানান্তর;  উদ্ভাবিত অপরাজিতা সফটওয়্যারের মাধ্যমে ডাটা প্রক্রিয়াকরণ;  জিআইএস সফটওয়্যার/গুগল ব্যবহার উপযোগী ডাটা/উন্নত ডাটা;