প্রকল্প সমূহ

“মৃত্যুদাবী পরিশোধ সহজীকরণ”
বিআইএ ইনস্যুরেন্স অ্যাপস্

বিআইএ ইনস্যুরেন্স অ্যাপস্


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সনাতন ডাক-ব্যবস্থায় যোগাযোগ এবং কর্মকর্তা/কর্মচারীদের কাজে অনীহা এবং আন্তরিকতার অভাবে যথাসময়ে বীমা কোম্পানী সমূহের সাথে যোগাযোগ নিশ্চিত করা যাচ্ছে না, ফলে একাডেমির প্রশিক্ষণার্থী কমে যাচ্ছে, সেই সাথে একাডেমির আয় কমে যাচ্ছে।

 প্রশিক্ষণ/ সেমিনার/ ওয়ার্কসপ সংক্রান্ত ম্যাসেজ তৈরি করা;  প্রশিক্ষণ সগক্রান্ত নমিনেশন পত্র এ্যাপস এর মাধ্যমে প্রেরণ;  বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি থেকে নমিনেশন ফরম প্রাপ্তি;  নমিনির রেজিস্ট্রেশন ফরম প্রেরণ;  নমিনির রেজিস্ট্রেশন ফরম প্রাপ্তি;  নমিনিকে অংশ গ্রহণের জন্য অবহিতকরন  প্রয়োজনে নতুন তথ্য প্রেরণ;