প্রকল্প সমূহ

Web Based E-Telephone Book.
ঋণ শ্রেণীবিন্যাস বিবরণী “Digitalization”

ঋণ শ্রেণীবিন্যাস বিবরণী “Digitalization”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

হিসাবায়নে বেশী সময় দিতে হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়ে বিবরণী প্রেরণ করতে না পারলে জরিমানার সম্মুখীন হতে হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময় জারীকৃত বিভিন্ন সার্কুলারের নির্দেশনাসঠিক ভাবে পরিপালন করে সঠিকভাবে বিবরণী প্রস্তুত করতে পারে না বাংলাদেশ ব্যাংকের অডিট আপত্তির সম্মুখীন হওয়া জনবল কমে যাওয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে

• বাংলাদেশ ব্যাংকের ডিবিআই-২ সার্কুলার-১ তারিখ ২৪/০২/২০১৪ এর নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগের ঋণ শ্রেণীবিন্যাস সংক্রান্ত মাষ্টার সার্কুলার নং বিআরপিডি-১৪ তারিখ ২৩/০৯/২০১২ এ ঋণ শ্রেণীবিন্যাস বিবরনীর প্রদত্ত ছক এর একটি Layout বাংলাদেশ কৃষি ব্যাংক, ঋণ শ্রেনীবিন্যাস বিভাগ কর্তৃক MS Excel এ প্রস্তুত করা হবে। • অতঃপর বিআরপিডি সার্কুলার-১৪ এ উল্লেখিত যাবতীয় শর্তাবলী, বিভিন্ন প্রকার Validation আরোপের মাধ্যমে শাখাপর্যায়ে ভুল-ভ্রান্তি কমিয়ে সঠিক উপায়ে ঋণ শ্রেণীবিন্যাস বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে উক্ত MS Excel ফাইলে Programming Language for Visual Basic Application(VBA) ব্যবহার করা হবে। • VBA এর মাধ্যমে প্রস্তুতকৃত MS Excel ফাইলটি ই-মেইলের মাধ্যমে শাখা পর্যায়ে প্রেরণ করা হবে। • শাখা নির্দিষ্ট সূত্র তারিখ ভিত্তিক ঋণ শ্রেণীবিন্যাস বিবরণী প্রস্তুতকালে শাখার বিভিন্ন ঋণ হিসাবের তথ্য যেমন ঋণ গ্রহীতাদের নাম, ঋণের প্রকৃতি, ঋণ হিসাবের নং,্ ঋণ মঞ্জুরীর তারিখ, ঋন মঞ্জুরীর পরিমাণ, ঋণ নবায়নের তারিখ, ঋণ নবায়নের পরিমাণ এবং সূত্র তারিখে সংশ্লিষ্ট ঋণ হিসাবের স্থিতির পরিমাণ ইত্যাদি উক্ত MS Excel ফাইলে ইনপুট করতে হবে। • ইনপুট কৃত ডেটা সঠিক আছে কিনা তা VBA coding এ প্রস্তুতকৃত validation প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করতে হবে। অর্থাৎ শাখা অবশ্য পূরণীয় ডেটা প্রদান করেছে কিনা, বিআরপিডি-১৪ তে উল্লেখিত কোন শর্ত ব্যত্যয় ঘটলে তা যাচাই করা। যেমনঃ ঋণ গ্রহীতাদের নাম, ঋণের প্রকৃতি, ঋণ হিসাবের নং,্ ঋণ মঞ্জুরীর তারিখ, ঋন মঞ্জুরীর পরিমাণ এবং সূত্র তারিখে সংশ্লিষ্ট ঋণ হিসাবের স্থিতির পরিমাণ, সহায়ক জামানত সম্পত্তির পরিমাণ ইত্যাদি। যদি শাখা কোন ঋণ হিসাবের উপরোক্ত কোন একটি ডেটা প্রদান না করে থাকে তাহলে সংশ্লিষ্ট MS Excel cell টি রঙ্গীন ও একটি নির্দেশনা প্রদর্শিত হবে। উক্ত নির্দেশনা সঠিক ভাবে মেনে সংশ্লিষ্ট তথ্যটি সংশোধন করার পর validation প্রক্রিয়াটি আবার চালাতে হবে। • Validation প্রক্রিয়ার মাধ্যমে MS Excel ফাইলটিতে কোন ভুল ভ্রান্তি পাওয়া না গেলে বিআরপিডি-১৪ এ উল্লেখিত বিভিন্ন ধরনের হিসাবায়ন অর্থাৎ ঋণ হিসাবটির স্ট্যাটাস (যেমন অশ্রেণীকৃত, এসএমএ, নিম্নমান, সন্দেহজনক ও মন্দ ও ক্ষতিজনক ) নির্ণয়সহ উক্ত ঋণ হিসাবের বিপরীতে রক্ষিতব্য প্রভিশনের ভিত্তি base for provision এর পরিমাণ VBA coding এ স্বয়ংকৃয়ভাবে প্রস্তুতকৃত calculation প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করতে হবে। • Calculation প্রক্রিয়ার মাধ্যমে MS Excel ফাইলে প্রস্তুতকৃত ঋণ শ্রেণীবিন্যাস বিবরণী ই-মেইল যোগে বাংলাদেশ কৃষি ব্যাংক, ঋণ শ্রেনীবিন্যাস বিভাগে প্রেরণের মাধ্যমে শাখা পর্যায়ে ঋন শ্রেণীবিন্যাস বিবরণী প্রস্তুতের কাজ সম্পন্ন করতে হবে। • VBA এর মাধ্যমে প্রস্তুতকৃত MS Excel ফাইলটি যে কোন কম্পিউটারে MS Office ২০০৭ অথবা এর উচ্চতর ভার্সনে ব্যবহার করা যাবে। • সহজেই ডেটা ইনপুট, validation প্রয়োগ, calculation প্রসেসের মাধ্যমে নির্ভূল ঋণ শ্রেণীবিন্যাস বিবরণী প্রস্তুত করা যাবে।