এ্যাসেসরদের স্বেচ্ছাচারিতা ও ইচ্ছানির্ভর ম্যানুয়াল এ্যাসেসমেন্ট পদ্ধতি এবং এ্যাসেসরদের তৈরী করা তথ্য মনিটর বা যাচাই-বাছাই করার সুযোগ নাই বিধায় সিটি কর্পোরেশন এলাকায় সঠিকভাবে হোল্ডিং কর নির্ধারণ হয় না। ফলে রাজস্ব আদায় কম হয়। অনেক সময় কর্মকর্তাদের দ্বারা গ্রাহকগণ নানাবিধ হয়রানির শিকার হন।
একটি সমন্বিত সফটওয়্যার তৈরী, যেখানে এ্যাসেসমেন্ট ও বিলিং পদ্ধতি থাকবে। মনিটরিং টিম গঠন করে হোল্ডিং ভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ করা হবে। অন্তবর্তীকালিন এ্যাসেসমেন্ট এর মাধ্যমেও তথ্য সংগ্রহ চলমান থাকবে। ৫ বছর অন্তর অন্তর সাধারণ জরিপও সম্পন্ন করা হবে। সংগৃহিত তথ্য সফটওয়্যারে এন্ট্রি করার পর সরাসরি ট্যাক্স নির্ধারিত হবে। সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে বিল প্রস্ত্তত হওয়ার পর তা গ্রাহককে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে। গ্রাহক ব্যাংকে বিল প্রদান করার সাথে সাথে এসএমএস পাবেন।