প্রকল্প সমূহ

জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান সহজিকরণ
ই-সেবার মাধ্যমে দেখা সাক্ষাত সহজীকরণ ও মান উন্নয়ন।

ই-সেবার মাধ্যমে দেখা সাক্ষাত সহজীকরণ ও মান উন্নয়ন।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কারাগারে এসে ম্যানুয়াল পদ্ধতিতে দেখা সাক্ষাত এর আবেদন করার ব্যবস্থা, একই দিনে অনেক বেশি সাক্ষাৎপ্রার্থী আসে ও বন্দির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য না থাকায় বন্দিদের সাথে সাক্ষাতের জন্য নিকটাত্নীয়দের অনেক বেশি সময় ব্যয় হয়।

বন্দি কারাগারে আসার পর তার তথ্য ও নিকটাত্নীয়দের মোবাইল নম্বর সংগ্রহের পর বন্দিদের ডাটাবেইজ তৈরী করা হবে। বন্দিদের সাথে সাক্ষাতের আবেদন গ্রহণ ও ম্যানেজমেন্টের জন্য একটি মোবাইল এ্যাপস তৈরী করা হবে। বন্দিদের আত্বীয়কে জেলা কারাগারের হট নম্বর হতে বন্দির আগমন সংবাদ জানানো হবে। বন্দীর নিকটাত্নীয়রা মোবাইল এ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবে এবং ফিরতি এসএমএসএ তাকে সম্ভাব্য সময় জানানো হবে। ফ্রন্ট ডেস্ক-এ কম্পিউটারের মাধ্যমে সাক্ষাৎপ্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে ও তাকে সাক্ষাতের সময় জানানো হবে। এরপর নির্দিষ্ট তারিখ ও সময়ে নিকটাত্নীয় বন্দির সাথে দেখা করবে। বন্দি অসুস্থ হলে তার নিকটাত্নীয়কে এসএমএস দিয়ে সংবাদ জানানো হবে এবং তার ব্যয়ভার সরকার হতে বহন করা হচ্ছে মর্মে জানিয়ে দেয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য কারাগারের পোর্টালে যুক্ত করা হবে। সাথে সাথে পৌর ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হবে।