প্রকল্প সমূহ

মৎস্য চাষীদের জন্য ই-পরামর্শ বার্তা
হাঁস-মুরগীর টিকাবীজ বিতরণ সহজীকরণ

মৎস্য চাষীদের জন্য ই-পরামর্শ বার্তা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

মৎস্য চাষীদের সচেতনতার অভাব ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে চাষী প্রয়োজনমত যোগাযোগ করতে পারেনা। ফলে মৎস্য চাষীগণ মৌসুমী রোগ সম্পর্কে সচেতন হয় না। অনেক সময় আকস্মিক রোগের প্রাদুর্ভাবে মাছ মারা যায়। চাষী অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় ও মৎস্য উৎপাদন ব্যাহত হয়।

ডাটাবেইজ তৈরী করা হবে। প্রতিটি মৌসুমে কখন কি করণীয় সে ব্যাপারে মৎস্য চাষী/খামারীদের সময়মত আগাম বার্তা এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া সময়ে সময়ে মাছচাষ বিষয়ক পরামর্শমূলক এসএমএস বার্তা প্রদান করা হবে।