প্রকল্প সমূহ

ওয়ান-স্টপ সার্ভিসের (ডিজিটাল পদ্ধতি) মাধ্যমে অধিগ্রহণজনিত ক্ষতিপূরণ প্রদান।
হাতের মুঠোয় বিবিধ মামলা সংক্রান্ত সেবা

রাজস্ব আদালতের মামলা নিষ্পত্তি সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব আদালতে আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবহেলা ও অনীহা হেতু সেবা গ্রহীতাগণ আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

মামলা নিষ্পত্তির বর্তমান প্রক্রিয়ায় সেবা গ্রহীতাগণ দীর্ঘসূত্রিতা, মাত্রাতিরিক্ত ব্যয়, সঠিক সময়ে তথ্য না পাওয়া এবং বারবার আদালতে আগমনজনিত হয়রানির শিকার হয়ে থাকেন। আবেদনকারীগণ কর্তৃক আবেদন পাওযার পর একই তারিখে প্রসেস ফি সহ আবেদন গ্রহন করা হবে বা উক্ত আপীল প্রত্যাখিত হবে । প্রত্যাখিত হলে তা সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীদের জানিয়ে দেয়া হবে, গৃহিত মামলার তারিখ ও বিবরণ অন লাইনে প্রকাশ করা হবে। পক্ষদ্বয়কে এস এম এস এর মাধ্য মে জানানো হবে। প্রতিটি পদক্ষেপ শুনানীর তারিখ, যুক্তিতর্ক ইত্যাদি উভয় পক্ষকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে। মামলার আদেশ এর নকল ও সিদ্ধান্ত অন লাইনে প্রকাশ করা হবে। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা, ব্যয়, আদালতে যাতায়াত ও দুর্নীতি কমে আসবে।