প্রকল্প সমূহ

ক্ষুদ্রঋণ কর্মসূচি সহজীকরণ
ভেষজ বালাইনাশকের সরবরাহ নিশ্চিতকরণ

বাজারে ফসল ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১।উপ-সহকারী কৃষি কর্মকর্তার অবস্থান সম্পর্কে কৃষকদের অজ্ঞতা। ২।উপ-সহকারী কৃষি কর্মকর্তার টেকনিক্যাল সাপোর্ট না থাকা । ৩। উপ-সহকারী কৃষি কর্মকর্তার যুগোপযোগী জ্ঞানের অভাব ।

-ইউনিয়নে বিদ্যমান বাজারে ফসল ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হলে কৃষকগণ উপকরণ ক্রয়ের পাশাপাশি কৃষি পরামর্শ গ্রহনে আগ্রহী হবে । কেননা মাত্র একবার গমন করে পন্য কিনতে পারবে, পরামর্শও পাবে । -কৃষকের বাড়ির নিকটে হওয়ায় অল্প সময়ে ফসলের সমস্যা নিয়ে আসবে এবং দ্রুত সমাধান পাবে । -ফসল চাষাবাদের পূর্বে চাষাবাদ প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ গ্রহণ করতে পারবে । -ফসল ব্যবস্থাপনা কেন্দ্রের মাধ্যমে জরুরী বিষয়ে কৃষি বার্তা সহজে পৌছানো সম্ভব হবে -এছাড়াও SAAO জরুরী বার্তা এলিটপার্সন/ কৃষক গ্রুপের সভাপতির সমন্বয়ে গঠিত গ্রুপে sms এর মাধ্যমে প্রেরন করতে পারবে । যাতে করে কৃষকগণ সহজে জানতে পারবে . ।