প্রকল্প সমূহ

কার্যকরী কৃষি সেবায় VAISC (Village Agriculture Information & Service Centre)
খতিয়ান কম্পিউটারাইজেশনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি এবং প্রদান সহজীকরণ

সায়রাত রেজিস্টার (রেজিঃ-০৬) ডিজিটাইজেশন (জলমহাল)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

 হালনাগাদ তথ্য পাওয়া যায় না।  লীজ প্রদানে দীর্ঘসূত্রিতা  সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে  লীজদাতা ও লীজগ্রহীতা উভয়ের ভোগান্তি হচ্ছে  চাহিদামাফিক তথ্য প্রদানে বিলম্ব  খাস কালেকশনে বিড়ম্বনা  সংশ্লিষ্ট হালনাগাদ তফসিল, ও স্ক্যাচ ম্যাপ না থাকা  সীমানা নির্ধারিত না থাকা  সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা  সায়রাত মহাল সংশ্লিষ্ট মামলা  চলমান সেটেলম্যান্ট জরিপ কাজে দীর্ঘসূত্রীতা  রেকর্ডপত্র সঠিকভাবে সংরক্ষিত না থাকা

যখন কোন লীজগ্রহীতা কিংবা লীজদাতার যেকোন সায়রাত মহালের হালনাগাদ তথ্যের প্রয়োজন হবে তখন তিনি উপজেলা ওয়েব পোর্টাল থেকে রেজিস্টার-৬ অপশনে গিয়ে ক্লিক করলে সায়রাত মহালের তালিকা আসবে। ঐ তালিকা থেকে সংশ্লিস্ট মহালের নামে উপর ক্লিক করলে ঐ মহালের হালনাগাদ তথ্য নির্ধারিত ফর্মে দেখাবে।