প্রকল্প সমূহ

কৃষকের সমস্যার ডিজিটাল সমাধান (সামাজিক যোগাযোগ এর মাধ্যমে)
কৃষকের সমস্যার ডিজিটাল সমাধান (সামাজিক যোগাযোগ এর মাধ্যমে)

কৃষকের সমস্যার ডিজিটাল সমাধান (সামাজিক যোগাযোগ এর মাধ্যমে)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রতি উপসহকারী কৃষি অফিসার অধিক সংখ্যক কৃষককে সেবা প্রদান কৃষকের কারিগরি জ্ঞানের অভাব ডিলার কর্তৃক ভুল পরামর্শ প্রদান কৃষক উপজেলা কৃষি অফিস বিমুখী

কৃষকের চাহিদা মাফিক দ্রুত ও কার্যকর সেবা কৃষকের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে নিম্ম পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে: উপজেলা কৃষি অফিসের একটি ফেইসবুক আইডি/গ্রুপ খোলা হবে। উপজেলার প্রতিটি ব্লকের ,প্রতিটি গ্রামের কিংবা প্রতিটি বাড়ীর কিছু সংখ্যক ফেইসবুক ব্যবহারকারী ও UISC,FIAC,AICC,IPM/ICM Club কে সংশ্লিস্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে নির্দিষ্ট করে তাদের ফেইসবুক আইডির সাথে উপজেলার আইডি যুক্ত করা হবে। উপজেলায় ফেইসবুক আইডিটির ব্যাপক প্রচার করা হবে। কৃষক যখন কোন সমস্যায় পড়বে(উৎপাদন প্রযুক্তি,সার,বীজ,রোগ ও পোকামাকড়) তখন কৃষক তার নিকটবর্তী নিদিষ্ট করা ফেইসবুক UISC,FIAC,AICC,IPM/ICM Club)নিকট যাবেন।কৃষক তার নিকটবতী ফেইসবুক ব্যবহারকারী সমস্যার ছবি তুলে জমির পরিমান,ঠিকানা ও মোবাইল নাম্বার উপজেলার আইডিতে আপলোড করবেন।