সদস্যের শেয়ার-সঞ্চয় কত জমা আছে, কত টাকা লোন নিয়েছে, কিস্তি কত বকেয়া, লোন কত তারিখে খেলাপী হবে বা হয়েছে , লোন নিতে কি কি কাগজপত্র লাগবে , লোন কবে কত টাকা পাওয়া যাবে , ঋণ গ্রহণের নিয়মাবলী জানতে ও ঋণের ফরমের জন্য অফিসে আসতে হয়। শেয়ার-সঞ্চয়, লোন ও সেবামূল্যের হিসাব ব্যক্তি বিশেষ করেন বিধায় ভূল হওয়ার সম্ভাবনা থাকে। হিসাবের খাতাপত্র হারাতে বা আগুনে পোড়া যেতে পারে, ইঁদুর/উইপোকায় নষ্ট করতে পারে বা চুরি হতে পারে। মানব সৃষ্ট অন্যান্য সমস্যা।
অনলাইন পূঁজি ও লোন সার্ভিস এবং ডাটাব্যাজ সফটওয়্যার।