প্রকল্প সমূহ

ক্ষুদ্রঋণ বিতরন প্রক্রিয়া সহজিকরণ (তথ্য প্রযুক্তি মাধ্যমে)
অনলাইন পূঁজি ও লোন সার্ভিস

ক্ষুদ্রঋণ বিতরন প্রক্রিয়া সহজিকরণ (তথ্য প্রযুক্তি মাধ্যমে)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

১ ঋণ আবেদনকারী কর্তৃক ঋন আবেদণের সঠিক নিয়ম না জানা। ২। সঠিক সময়ে ঋণের কিস্তির টাকা জমা হয়েছে কিনা সদস্যগণ জানতে না পারা। ৩। একই ব্যাক্তি একাধিকবার ঋণ পাওয়ার সুযোগ। ৪। উপজেলা দপ্তরে ঋণ প্রক্রিয়াকরণে সময়ক্ষেপন: ক) ঋণ উপকমিটির সভার সিদ্ধান্ত। খ) উপজেলা ঋণ অনুমোদন কমিটির সিদ্ধান্ত। ৫। জেলা দপ্তরের উপপরিচালক কর্তৃক ঋন মঞ্জুরী পেতে বিলম্ব।

³ প্রথমে আবেদনকারীকে উঠান বৈঠকের মাধ্যমে ঋণের আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ। ³ উপজেলা পর্যায়ে কম্পিউটার ডাটাবেইজ তৈরী করা ও সংরক্ষন। ³ ঋণ সংক্রান্ত তথ্য ওয়েব সাইট/ওয়েব পোর্টালে প্রচার। ³ ঋণ প্রাপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সদস্যদেরকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ³ প্রাথমিক সমিতি, উপজেলা বাছাই কমিটি ও উপজেলা ঋণ অনুমোদন কমিটির ৩টি মিটিং একই দিনে অনুষ্ঠিত করা। ³ জেলা দপ্তর তথা উপপরিচালকের নিকট থেকে ঋণ মঞ্জুরীর আবেদন ই-মেইলের মাধ্যমে প্রেরন ও অনুমোদন। ³ ঋণ মঞ্জুরী পাওয়ার পরদিন সদস্যদের ব্যাক্তিগত একাউন্টে অথবা একাউন্ট পে চেকর মাধ্যমে ঋণ বিতরন। ³ ঋণের কিস্তি জমা হওয়ার সাথে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।