প্রকল্প সমূহ

আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে মাতৃত্বকাল ভাতাপ্রদান কর্মসূচীর কার্যকারীতা বৃদ্ধি করা
স্বেচ্ছাসেবীর মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাব গঠন করে তাদের মানসিক বিকাশ সাধন ও ক্ষমতায়ন

স্বেচ্ছাসেবীর মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাব গঠন করে তাদের মানসিক বিকাশ সাধন ও ক্ষমতায়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কিশোর-কিশোরীদের ক্লাবের সদস্য হতে দিতে অভিভাবকের অনীহা । ইউ/পি চেয়ারম্যানগণের ক্লাব গঠনে অনীহা। স্বেচ্ছামূলকভাবে ক্লাব ঘর স্থাপনের সুযোগ কম থাকা। এনজিও দ্বারা ক্লাব গঠনে ও কিশোর-কিশোরী নির্বাচনে (TCV) বেশী লাগা।

কিশোর-কিশোরীদের নিয়ে ক্লাব গঠনের ইতিবাচক বিভিন্ন দিক সম্পর্কে উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্বচ্ছাসেবী তৈরী করা। যে এলাকায় ক্লাব গঠন করা হবে সেই এলাকার ইউ/পি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দের নিয়ে সভার মাধ্যমে ক্লাবের স্থান নির্বাচন করা। স্বেচ্ছাসেবক(শিক্ষক,জনপ্রতিনিধি, মহিলা সমিতির সদস্য)দের সহযোগিতা নিয়ে জরিপের মাধ্যমে (নির্বাচিত স্থান থেকে ১ কিলোমিটারের মধ্যে) কিশোর-কিশোরী নির্বাচন করা।