১। Tax Clearance Certificate প্রাপ্তির প্রক্রিয়ার জটিলতা ২। দালাল ও কর্মচারীদের দ্বারা হয়রানি ৩। করদাতার আর্থিক ক্ষতি ৪। আয়কর অফিসের প্রতি করদাতার ভীতি ৫। করদাতার প্রত্যাশার চেয়ে অধিক সময় ক্ষেপণ
সনদ প্রদানের জন্য প্রতিটি সার্কেলে পৃথক one stop service point প্রতিষ্ঠা, সনদের জন্য আবেদন গ্রহণ করনথি সমূহ alphabetic order/numeric order এ সাজানো একজন ডাটা এন্ট্রি অপারেটর ও একজন অফিস সহায়ক দ্বারা সনদপত্র প্রস্তুত কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর শেষে one stop service point এ সনদপত্র প্রেরণ ও করদাতাকে ডেলিভারী প্রদান